Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

দপ্তরের কার্যাবলী নাগরিক সেবাঃ


উপজেলারপ্রকৃতকৃষকের কাছ থেকে আভ্যন্তরীন খাদ্য শস্য ধান, গম, সংগ্রহ করা হয় এবং ব্যবসায়িক  লাইসেন্সধারী চাউলকল মালিকদের নিকট হতে সরকারী বরাদ্দকৃত খাদ্যশস্য সংগ্রহ করা হয়।  নির্দেশনা মোতাবেক খাদ্যশস্য ক্রয় এবং খাদ্যশস্য সংরক্ষন করা। খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয়ের জন্য বিধি মোতাবেক ডিলার নিয়োগ করা, ডিলারদের অনুকূলে খাদ্যশস্য সরবরাহ করা এবং জনসাধারনের মাঝে বিক্রয় কার্যক্রম তদারকী করা, ডিলার কর্তৃক খাদ্যশস্য উত্তোলন ও বিক্রয়ের হিসাব সমন্বয় করে প্রতিবেদন প্রেরণ করা। সরকারের বিভিন্ন বিতরণ খাতে(ভিজিডি,ভিজিএফ,টি/আর,জি/আর,কাবিখা,ই/পি,ওপিপ্রভৃতি) যথাযথ কর্তৃপক্ষের চাহিদা মূলে খাদ্য শস্য সরবরাহের আদেশ প্রদান ও খাদ্যশস্য বিতরন করা।খাদ্যশস্যের(ধান/চাল) স্থানীয় বাজারদরপ রীক্ষা, মজুদকৃত খাদ্য শস্যের সঠিক হিসাব সংরক্ষন এবং সংশ্লিষ্ট প্রতিবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা দপ্তরের প্রধান কাজ।প্রশাসনিক কার্যক্রম তদারকি করা। ৪র্থ শ্রেনী কর্মচারীগণের উত্তোলিত মালের তদারকি করা। এলএজডি কার্যক্রম তদারকি করা।